‘প্রথম’ সবকিছুর অনুভূতিই সুন্দর। তবে তাওহীদ হৃদয়ের প্রথম সেঞ্চুরির অনুভূতিটা খুব একটা সুখকর হয়নি। দল হারায় ম্লান তার লড়াকু ১১৮ বলে ১০০ রান। তবে এই নিয়ে তেমন আক্ষেপ নেই হৃদয়ের।
হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের। আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে পাত্তাই পায়নি টাইগাররা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের কাছে হেরে গেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। হারের বড় কারণ ব্যাটিং ব্যর্থতা।
আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। দেখা দেয় নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে যাবার শঙ্কাও। তবে হৃদয়ের সেঞ্চুরি আর জাকের আলির ৬৮ রানে শেষ পর্যন্ত ২২৮ রান তুলে বাংলাদেশ।