স্টাফ রিপোর্টার: আজ রবিবার (২৩ মার্চ) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। সেই লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। স্টেডিয়ামে ২৫,০০০ ক্রিকেট ভক্তের পাশাপাশি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ সমর্থক এই ম্যাচের পারদ চড়াবে। আর সেই অপেক্ষাতেই ক্রিকেট মহল।
এমনিতেই দুই দলের কাছে এটি সম্মানরক্ষার লড়াই। পাশাপাশি আবার এই লড়াই পাকিস্তানের কাছে টুর্নামেন্টে টিকে থাকারও। নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে বাজে ভাবে হেরে পাকিস্তান কার্যত খাদের কিনারায়। ভারতের কাছে হারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই কার্যত তারা ছিটকে যাবে। স্বাভাবিক ভাবেই এই ম্যাচের উন্মাদনায় তাই অন্য মাত্র যোগ হয়েছে।