দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলে গত ৯ মার্চ রবিবার গ্লোবাল ইয়ুথ সোসাইটির পরিচালক বৃন্দের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের কাছে সম্প্রতি সামাজিক অবক্ষয় রোধে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন প্রণয়নের আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশের প্রত্যেক সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সমাজকর্মী এবং সকল সচেতন নাগরিকবৃন্দকে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সভা, সেমিনার, বিবৃতিসহ যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করার আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্লোবাল ইয়ুথ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব হাসিবুর রহমান, দক্ষিণ এশিয়ার মুখপাত্র জনাব আল আমিন শেখ, মধ্যপ্রাচ্যের মুখপাত্র জনাব রাজু আহমেদ ও সোসাইটির বাংলাদেশ প্রতিনিধি জনাব রবিউল ইসলাম। এছাড়া গ্লোবাল ইয়ুথ সোসাইটির অন্যান্য পরিচালকবৃন্দের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত দায়িত্বশীলবৃন্দ বিশ্বের প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনার পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া মানব সৃষ্ট বিভিন্ন বিতর্যয় নিয়ে আলোচনা-পর্যালোচনা করেন। আর এই সকল বিপর্যয় উত্তরণের জন্য বিভিন্ন কর্মসূচি এবং পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন।
বিশেষ করে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করা হয় বাংলাদেশে ধর্ষণের মাত্রা যে হারে প্রতিফলিত হয়ে মানব চরিত্রের এক মহা বিপর্যয়ের অশনি সংকেত পরিলক্ষিত হচ্ছে। আর এর প্রতিকারের জন্য এবং নারী অধিকার সুরক্ষায় বাংলাদেশের সকল সচেতন নাগরিককে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষক মন্ডলী, বিভিন্ন পেশাজীবীদেরকে সমাজ সচেতনতা সৃষ্টিতে জরুরি পদক্ষেপ নেয়ার পরামর্শ প্রদান করা হয়।, সেই সাথে কার্যকরী ব্যবস্থা গ্রহণে সরকারকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার আহ্বান জানানো হয়। “একমাত্র সকলের সার্বিক প্রচেষ্টার মাধ্যমে এই বিপর্যয় থেকে মানব সভ্যতার উত্তোরন সম্ভব হবে হলে সভায় বিশেষভাবে উল্লেখ করা হয়।