এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অনেক কিছুই এখনো বাকি। এই মাসে আমরা সারা দেশে সংগঠন গোছানোর কাজ করব। একটু তাড়াহুড়ো করে দল তৈরি করতে হলো।
দলের নিবন্ধনের শর্ত পূরণের লক্ষ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে তারা, তাই এই মাসের মধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি দেওয়ার অবিরাম চেষ্টা চলছে। তবে এপ্রিলে বিভাগীয় সমাবেশের মাধ্যমে রাজপথের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।আত্মপ্রকাশের পর এবার দল গোছাতে মন দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলের লক্ষ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটি ব্যাপক জনসম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়। এই কারণে কেন্দ্রের পর এবার তৃণমূলে কমিটি গঠনের দিকে নজর দিয়েছে দলটি।ইতিমধ্যে ২১৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা বিভিন্ন জেলায় দলকে সংগঠিত করতে মুখ্য ভূমিকা রাখবেন।
এনসিপির নেতারা জানিয়েছেন, রমজান মাসজুড়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিগুলো থেকে নেতা- কর্মীদের সমন্বয়ে দলের জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ের কমিটিগুলো গঠন করা হবে। চলতি মাসে ‘ইফতার’ ও স্বাধীনতা দিবসের কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে দলের কার্যক্রম।