বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নব গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে ২২ শর্তে মানিকমিয়া এভিনিউতে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
উল্যেখ্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অন্তবর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলের নাম “জাতীয় নাগরিক পার্টি”।